স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ, মহাসড়কে থ্রি হুইলার বন্ধ, মোংলা বন্দরে তেলের জাহাজে আগুন নিহত ১,

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে স্মারক লিপি প্রদান বাগেরহাট প্রতিনিধি সকল   স্বতন্ত্র   ইবতেদায়ী   মাদ্রাসা   জাতীয়করণসহ   সাত   দফা   দাবিতে প্রধানমন্ত্রী   বরাবর   স্মারক   লিপি   দিয়েছে   বাংলাদেশ   স্বতন্ত্র   ঈবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি।

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও তালিকা ২০২১
এবতেদায়ী মাদ্রাসা এমপিও
Www bd স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলমান সংবাদ 2020
ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বেতন ভাতা
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তালিকা ২০২০
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার এমপিও তালিকা ২০২০

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ



রবিবার (২৩ মে) বিকেলে বাগেরহাটের অতিরিক্তজেলা   প্রশাসক   খোন্দকার   মোহাম্মাদ   রিজাউল   করিমের   কাছে   এইস্মারক লিপি প্রধান করেন  বাংলাদেশ স্বতন্ত্র  ঈবতেদায়ী  মাদ্রাসা  শিক্ষক সমিতি, বাগেরহাট  জেলা শাখার সাধারণ সম্পাদকব  মাও.  শামসুল  হক আনছারী। এসময়, বাংলাদেশ স্বতন্ত্র ঈবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, বাগেরহাট জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দাবিগুলো হচ্ছেঃ রেজিষ্টার প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় সকল  ইবতেদায়ী মাদ্রাসাকে মুজিববর্ষে জাতীয়করণের ঘোষণা। কোড বিহীন মাদ্রাসাগুলোকে বোর্ড কর্তৃক কোড ন্মবর দেওয়া,   একজন আলিম শিক্ষকের পরিবর্তে, একজন   এইচএসসি   পাশ   শিক্ষক   অন্তর্ভুক্ত   করা,   মাদ্রাসায়অফিস   সহায়ক   নিয়োগ,   শিক্ষকদের   প্রশিক্ষনের ব্যবস্থা, আসবাবপত্রসহভবন নির্মান, মাদ্রাসার স্থায়ী রেজিষ্ট্রেশনের ব্যবস্থা করা।



মহাসড়কে থ্রি হুইলার বন্ধের দাবিতে  জরুরি সভাবাগেরহাট প্রতিনিধিবাগেরহাট   জেলার   বিভিন্ন   মহাসড়কে   চলাচলকারী   অবৈধ     মাহেন্দ্র, ইজিবাইক,   নছিমন, করিমন,   থ্রি-হুইলার   বন্ধের   দাবিতে   জরুরী   সভা অনুষ্ঠিত হয়েছে।

মহাসড়কে থ্রি হুইলার বন্ধ
মহাসড়কে থ্রি হুইলার বন্ধ


রবিবার বিকেলে বাগেরহাট আন্ত: জেলা বাস-মিনিবাসমালিক সমিতির প্রধান কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট   আন্ত:   জেলা   বাস-মিনিবাস   মালিক   সমিতির   সাধারণসম্পাদক আলহাজ্ব আব্দুলবাকী তালুকদার এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন,মিনিবাস   মালিক   সমিতির   যুগ্ম   সাধারণ   সম্পাদক   মোঃ   মেহেদীহাসান রিপন, লাইন সম্পাদক মোঃ নকীব মাসুদুর রহমান রূপসা বাস-মিনিবাস মালিক সমিতির কোষাধ্যক্ষ বাবু কমলেশ দাস মোঃ হেমায়েতউদ্দিন রেজাউল মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, বিগত কয়েক মাস যাবত লগ-ডাউনের পর থেকে মহাসচকে থ্রিহুইলারের   অবাধ   বিচরণ।   এখন  স্বাস্থবিধি   মেনে   বাস   চলাচল  শুরু   হয়েছে কিন্তু থ্রি হুইলারের কারনে বাস চালকদের যত্রতত্র বিপাকে পড়তে হচ্ছে এবংএকারণে বড় দুর্ঘটনার আশংকা বেড়ে যাচ্ছে।তাই মহাসচকে থ্রি হুইলারবন্ধের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তারা।



মোংলা   বন্দরে   তেলের   জাহাজে   আগুন   নিহত   ১,গ্রিজার আহতবাগেরহাট প্রতিনিধিবাগেরহাটের   মোংলা   সমুদ্র বন্দরে  ওটি   সি   লিংক   নামক   একটি   তেলের জাহাজে   (বার্জ)   অগ্নিকান্ডের   ঘটনা   ঘটেছে। অগ্নিকান্ডে   দগ্ধ   হয়েজাহাজের   ইঞ্জিন   চালক   মোহাম্মাদ   আলী   ওরফে   লাল   মিয়ার   (৫২)মৃত্যুহয়েছে।

মোংলা বন্দর নিয়োগ ২০২০
মোংলা বন্দর নিয়োগ পরীক্ষার তারিখ
মোংলা বন্দর কি সরকারি
মোংলা বন্দর কোথায়
মোংলা বন্দর চেয়ারম্যান
মোংলা বন্দর নিয়োগ পরীক্ষার প্রশ্ন

মোংলা   বন্দরে   তেলের   জাহাজে   আগুন   নিহত   ১
মোংলা   বন্দরে   তেলের   জাহাজে   আগুন   নিহত   ১

দগ্ধ   হয়েছেন   গ্রিজার   মোঃ   ইয়াছিন   পাটোয়ারী   দগ্ধ   হয়েছেন।রবিবার (২৩ মে) দুপুর দুইটার দিকে পশুরনদীর মোংলা বন্দর এলাকারম মেঘনাডিপোর   জেটি   নোঙ্গরকরা   ওটি   সি   লিংক   নামক   ওই   তেলে   জাহাজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে মোংলা ফায়ার সার্ভিসের একটি ইউনিটজাহাজটিকে নিরাপদ স্থানে নিয়ে সরিয়ে নেয়। পরে কিছু সময়ের মধ্যেআগুন   নিয়ন্ত্রণে   আনতে   সক্ষম   হয়।ইঞ্জিন   চালক   লাল   মিয়া   ও   গ্রিজারইয়াছিন দগ্ধ হয়। পরে বিকেলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ারপথে ইঞ্জিন চালক মোহাম্মাদ আলী ওরফে লাল মিয়া মারা যায়। ইয়াছিনকেখুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।আহত ইয়াছিন ফেনী ছাগলনাইয়া উপজেলার সুলতান আহমেদ পাটোয়ারীরছেলে।তবে নিহতের ঠিকানা জানাতে পারেনি বন্দর কর্তৃপক্ষ।মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার ফকর উদ্দিন বলেন, ওটি সি লিংকনামক ট্যাংকারটি মেঘনা ডিপোর জেটিতে ভিড়ার সময় আগুন লেগে দুইশ্রমিক দগ্ধ হন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে প্রথমে মোংলা বন্দর হাসপাতালেনেওয়া   হয়।   অবস্থা   গুরুত্বর   হওয়ায়   খুলনা   মেডিকেল   কলেজ   হাসপাতালেপাঠানো হয়। সেখানে নেওয়ার পথে ইঞ্জিন চালক মোহাম্মাদ আলী ওরফে লালমিয়া মারা যায়। আহত ইয়াছিন পাটোয়ারিকে খুলনা মেডিকেল কলেজহাসপাতালে ভর্তি করা হয়েছে।তিনি   আরও   বলেণ,   মেঘনা   পেট্রোলিয়াম   কর্পোরেশনের   তেলবাহী   ওইজাহাজটি   চট্টগ্রাম   থেকে   ছেড়ে   এসেছিলেন।অগ্নিকান্ডে   তেলবাহীজাহাজের তেমন কোনো ক্ষতি হয়নি ।

Post a Comment

Previous Post Next Post