সুন্দরবনে ঘাস খেতে গিয়ে বাঘ আর গ্রামবাসীর পেটে গেলো গরু

 সুন্দরবনে ঘাস খেতে গিয়ে বাঘ আর গ্রামবাসীর পেটে গেলো গরু


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সুন্দরবনে ঘাস খেতে গিয়ে বাঘের আক্রমনে মারা গেছে একটি গরু। পরে গরুটি উদ্ধার করে এনে জবাই করে মাংস ভাগাভাগি করে নিয়েছে গ্রামবাসী। 

সুন্দরবনে হরিণের সংখ্যা
সুন্দরবনের পাখির নাম
পরিবেশ
সুন্দরবন ম্যাপ
সুন্দরবন সম্পর্কে রচনা
সুন্দরবন সম্পর্কে তথ্য
সুন্দরবন ভ্রমণ
সুন্দরবন ছবি
সুন্দরবনের গাছ


সুন্দরবনে ঘাস খেতে গিয়ে বাঘ আর গ্রামবাসীর পেটে গেলো গরু
সুন্দরবনে ঘাস খেতে গিয়ে বাঘ আর গ্রামবাসীর পেটে গেলো গরু


এলাকাবাসী জানায়, উপজেলার চিলা ইউনিয়নের জয়মনির সড়কিরখালকুল এলাকার বাসিন্দা শেক্সপিয়ার বালার একটি গরু রবিবার দুপুরের দিকে তার বাড়ী সংলগ্ন সুন্দরবনে ঘাস খেতে যায়। জঙ্গলে যাওয়ার পর বিকেল ৭টার দিকে গরুটিকে বাঘে ধরে। এ সময় গরুটির ডাকাডাকি শুনে লোকজন ছুটে গিয়ে গরুটিকে  উদ্ধার করে আনে, তখনও গরুটি জীবিত ছিলো। বাঘ গরুটির গলায় কামড়ে ধরে ছিলো। পরে বন থেকে গরুটি লোকালয়ে এনে জবাই করে ভাগাভাগি করে নেয়। স্থানীয় ইউপি মেম্বর ফজলুর রহমান মল্লিক বলেন, আমরা বিকেলে ইউনিয়ন পরিষদে মিটিংয়ে ছিলাম সন্ধ্যায় সেখান থেকে এসে শুনেছি বাঘে শেক্সপিয়ারের গরুটি জঙ্গলে গেলে বাঘে ধরে। # 

Post a Comment

Previous Post Next Post