আগ্নেয়াস্ত্রসহ বনদস্যু আটক ও অপহরণকৃত জেলে উদ্ধার

গত ২৭ সেপ্টেম্বর ২০১৯ তারিখ আনুমানিক সময় বিকাল ০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড পশ্চিম জোনের আওতাধীন বিসিজি স্টেশান কৈখালী এর একটি টহল দল সাতক্ষীরা জেলার শ্যামনগর থানাধীন আম্রতলি খাল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। বনদস্যু জোনাব বাহিনীর সদস্যগন কোস্ট গার্ড এর উপস্থিতি বুঝতে পেরে কোস্ট গার্ড সদস্যদের উপর গুলি চালায় কোস্ট গার্ড সদস্যরাও আত্নরক্ষাথে পাল্টা গুলি চালায়। ফলে ডাকাত সদস্যরা গহীণ বনের ভিতর পালিয়ে যাওয়ার চেষ্টা কালে কোস্ট গার্ড অপারেশান দল উক্ত স্থান হতে বনদস্যু জোনাব বাহিনীর ০২ জন সক্রিয ডাকাত সদস্যকে ০৩ (তিন) টি আগ্নেয়াস্ত্র, ২১ রাউন্ডতাজা গোলা, ০২ টি কুঠার, ০১ টি দা,০৪ টি মোবাইল ফোনসহ আটক করে এবং বনদস্যু জোনাব বাহিনীর কবল হতে মুক্তিপণের জন্য জিম্মিকৃত ০৩ জন জেলে কে উদ্ধার করে। আটককৃত ডাকাত সদস্যদের নাম যথাক্রমেঃ (১) নামঃ আব্দুল মালেক গাজী, বয়সঃ ২৬ পিতাঃ জলিলগাজী, গ্রামঃ টাউনশ্রীপুর , থানাঃ দেবহাটা, জেলাঃ সাতক্ষীরা (২) নামঃ আবদুললা গাজী, বয়স ঃ ৩০ পিতাঃ জবেদ আলী গাজী, গ্রামঃ পাথরখালী , থানাঃ কয়রা, জেলাঃ খুলনা। উদ্ধারকৃত জেলেদের নাম যথাক্রমে (১) আমিনুল গাজী - ৩৫ (২) আবু সাঈদ গাজী-২৭ (৩) আজিবর মাঝি-৩১। পরবর্তীতে জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ, মালামাল ও আটককৃত বনদস্যু এবং উদ্ধারকৃত জেলেদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্ট গার্ডের এখতিয়ার ভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা, বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post