বাগেরহাটে প্রায় দেড়শো বছরের পুরাতন লাইব্রেরী নব রূপায়ন

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়ায় ১৮৮৮ খ্রিস্টাব্দে নির্মিত কুমুদ বাসিনী পাবলিক লাইব্রেরীর নব রূপায়ন পরবর্তী উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। লাইব্রেরী উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবক আয়েশা বেগম। ১৩২ বছরের পুরাতন লাইব্রেরীটি নব রূপায়নে সার্বিক সহযোগিতা করেছেন কাড়াপাড়ার কৃতি সন্তান জিহাদুল কবির, পুলিশ সুপার, চাঁদপুর। 

২৭ জুলাই (শনিবার) বিকালে কাড়াপাড়া বাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে শেখ বশিরুল ইসলামের (সভাপতি, কুমুদ বাসিনী পাবলিক লাইব্রেরী) সভাপতিত্বে ও দিদারুল আলমের (সাধারণ সম্পাদক, কুমুদ বাসিনী পাবলিক লাইব্রেরী) সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরদার নাসির উদ্দিন, (চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ)। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজিয়া পারভীন, (মহিলা ভাইস চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদ), আহাদ উদ্দিন হায়দার, (সভাপতি, বাগেরহাট প্রেসক্লাব), শেখ আক্তারুজ্জামান বাচ্চু, (চেয়ারম্যান, ষাট গম্বু^ুজ ইউনিয়ন পরিষদ), এম এ মতিন, (চেয়ারম্যান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ), মোঃ মনি মল্লিক, (চেয়ারম্যান, ডেমা ইউনিয়ন পরিষদ), মোহাম্মদ সাইদুর রহমান, (লাইব্রেরিয়ান, জেলা সরকারি গণগ্রন্থাগার), মহিতুর রহমান পল্টন, (সাধারণ সম্পাদক, কাড়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ), খান আবু বক্কর সিদ্দিক, (সাধারণ সম্পাদক, জেলা শ্রমিক লীগ), মোঃ মনির হোসেন, (সভাপতি, জেলা ছাত্রলীগ), নাহিয়ান আল সুলতান ওশান, (সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগ), লিপন খান, (বিশিষ্ট সমাজ সেবক) প্রমুখ। 
অনুষ্ঠানে বক্তারা বলেন, বই মানুষের সবচেয়ে বড় বন্ধু। লাইব্রেরী সমাজ উন্নয়নের বাহন। একটি জাতির মেধা, মনন, ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির ধারণ ও লালনপালনকারী হিসেবে লাইব্রেরী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সর্বসাধারণের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে লাইব্রেরীর সুদূরপ্রসারী ভূমিকা রয়েছে। গণতন্ত্রের সাফল্যে লাইব্রেরীর ভূমিকা গণমাধ্যমের চেয়ে কম নয়। আধুনিক বিশ্বে লাইব্রেরীর প্রয়োজনীয়তা দিনে দিনে বাড়ছে। লাইব্রেরী সকলের জন্য উন্মুক্ত। ধর্মীয় সাম্প্রদায়িকতা নেই এখানে, নেই হানাহানি, বিবাদ। সুতরাং জাতির মর্যাদাবোধের উন্নয়নে গ্রামবাসীর উচিত নিয়মিত লাইব্রেরীতে আসা,  বই পড়া এবং সমাজ গঠনে সহায়ক জ্ঞানার্জন করার মাধ্যমে আলোকিত সমাজ গড়ে তোলা।

Post a Comment

Previous Post Next Post