আগামী বছরই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হবে --- খুলনা সিটি মেয়র

খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, আগামী বছরই বাগেরহাটের রামপাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত ১৩’শ ২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীড সরবরাহ করা হবে। এক সময়ে বিদ্যুৎ গেলে আতংকে থাকতে হতো, কয় ঘন্টা পরে বিদ্যুৎ আসবে। এখন বিদ্যুৎ নিয়ে কোন সমস্যা নাই, দেশে এখন পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র করেছে আওয়ামী লীগ সরকার। 

শনিবার দুপুরে বাগেরহাটের মোংলার শিল্প এলাকা দিগরাজে ১০ এমভিএ ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী দুই এক বছরের মধ্যে এ অঞ্চলে ব্যাপক শিল্পায়ন হবে, এসব শিল্পায়নকে ঘিরে বিদ্যুতের আরো ষ্টেশন দরকার। এ জন্য মোংলা উপজেলার চাঁদপাইসহ আরো দুইটি বিদ্যুৎ উপকেন্দ্র চালুর কাজ চলছে বলেও জানান তিনি। 
বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে অনুষ্ঠিত এ বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। আরো বক্তব্য রাখেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদৎ হোসেন, বাগেরহাট পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার জাকির হোসেন, নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম ও সহকারী ম্যানেজার অঞ্জন কুমার সরকার। 

Post a Comment

Previous Post Next Post