বাংলাদেশ জলসীমা থেকে আবারো মাছধরা ট্রলারসহ ১৪ ভারতীয় জেলে আটক

বঙ্গোপসাগরে দেশীয় জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ফিসিং ট্রলার সহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। সোমবার দিনগত রাতে মোংলা বন্দরের নিকটবর্তী বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় বাংলাদেশ নৌ বাহিনীর জাহাজ টহলকালে ট্রলারসহ ওই জেলেদের আটক করে।

 দেশীয় জলসীমায় ইলিশ শিকার নিষিদ্ধ থাকার সুযোগ নিয়ে প্রতিবেশী দেশ ভারতের জেলেরা অহরহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করছে। আর এ নিয়ে  চলতি মাসে চার দফায় ট্রলার সহ ৬৩ ভারতীয় জেলে বাংলাদেশ নৌ বাহিনীর হাতে আটক হয়েছে। জেলেদের বাড়ি ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিণ-চব্বিশ পরগনা জেলার নামখানা থানা এলাকার বিভিন্ন গ্রামে। আজ মঙ্গলবার বিকালে আটক জেলেদের মোংলা থানা পুলিশে হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে পুলিশ সূত্র জানায়। মোংলা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধূরী জানান- দেশের সমুদ্র সীমায় অনুপ্রবেশের অভিযোগে চলতি মাসে এ পর্যন্ত ৫টি ফিসিং ট্রলার সহ ৬৩ ভারতীয় জেলেকে আটক করেছে নৌ বাহিনী। 

Post a Comment

Previous Post Next Post