বাগেরহাট হবে সারা দেশের রোল মডেল - শেখ তন্ময় এমপি

বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য ও বঙ্গবন্ধু পরিবারের তৃত্বীয় প্রজন্ময় শেখ তন্ময় বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এমনিতেই দেশের উন্নয়ন হয়। তাই আমি বাগেরহাটের উন্নয়নের জন্য এখানে আসিনি।  বাগেরহাট-২ আসন (সদর-কচুয়া) হবে সারা দেশের রোল মডেল। দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ এখানের উন্নয়ন দেখতে আসবে। শনিবার বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবীন নেতাদের মূল্যায়ন করতে হবে। তাদের অনেক ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগ এমন অবস্থায় এসেছে। আর আমাদের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে মুরুব্বিদের সম্মান করা।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজরা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু, নকিব নজিবুল হক নজু, সাবেক সংসদ সদস্য ও মহিলা আওয়ামী লীগ নেত্রী ফরিদা আক্তার বানু লুচি, কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার আবুবকর সিদ্দিক, যুগ্ন সম্পাদক শিকদার কামরুল হাসান কচি, ভাইস চেয়ারম্যান শিকদার ফিরোজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা সরোয়ার, জেলা পরিষদ সদস্য শেখ মনিরুজ্জামান ঝুমুর, সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ, অধ্যক্ষ মো.সাইফুল ইসলাম, শ্রমিকলীগ সভাপতি খান সহিদুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ সভাপতি শেখ সাজ্জাদুল ইসলাম সুমন, তাঁতীলীগের আহবায়ক শেখ সিরাজুল ইসলাম, ছাত্রলীগের আহবায়ক হাজরা ইসতিয়াক হোসেন বাহাদুর, যুব মহিলালীগের সভাপতি তানিয়া আক্তার প্রমুখ।
ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারন মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য শেখ তন্ময় কচুয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও এলাবাসির খোজ খবর নেন।

Post a Comment

Previous Post Next Post