প্রতিবেশীর দেয়া জুস খেয়ে বিষাক্ত পয়জনে আক্রান্ত এক নারী ও শিশু কন্যা

প্রতিবেশীর দেয়া জুস খেয়ে বিষাক্ত পয়জনে আক্রান্ত এক নারী ও  শিশু কন্যা

মোংলা(বাগেরহাট) প্রতিনিধি  

প্রতিবেশীর দেয়া জুস খেয়ে বিষাক্ত পয়জনে আক্রান্ত এক নারী ও  শিশু কন্যা

প্রতিবেশীর দেয়া জুস খেয়ে বিষাক্ত পয়জনে আক্রান্ত এক নারী ও  শিশু কন্যা



মোংলায় প্রতবেশীর দেয়া জুস খেয়ে বিষাক্ত পয়োজনে আক্রান্ত হয়েছেন এক নারী ও তার শিশু কন্যা। গতরাতে অসুস্থ্য মা-মেয়েকে গুরুত্বর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও এখনও শংকা নয় তারা। বুধবার সন্ধ্যায় উপজেলার সুন্দরবন ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর গ্রামবাসির সহযোগিতায় রাতেই পয়োজনযুক্ত জুস সরবরাহকারী শহিদুল মল্লিক নামে এক জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রতিবেশী শহিদুল মল্লিক সন্ধ্যায় গোলবুনিয়ার আলী হোসেনের বাড়িতে ঢুকে তার শিশু কণ্যা তাসলিমা জুস খেতে দেয়। এ সময় মা আসমা বেগম ও শিশু কন্য জুস খেয়ে বিষক্রিয়া আক্রান্ত হলে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের মেডিকেল অফিসার মালিহা তাবাসাসুর জানান,বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধিন আসমা বেগমের কছিুটা সুস্থ্য হয়ে উঠলেও শিশু কন্যার অবস্থা শংকা মুক্ত নয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এ বিষয় মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, স্থানীয় জনতার সহায়তায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। 


Post a Comment

Previous Post Next Post