অংশ নিয়েছে ৫১টি স্কুলের তিনশত শিশু শিক্ষার্থী বাগেরহাটে পাঁচদিন ব্যাপী জেলা কাব ক্যাম্পুরী শুরু

‘আজকের কাবিং, পরিচ্ছন্নতা প্রতিদিন’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটে পাঁচদিন ব্যাপী জেলা কাব ক্যাম্পুরী শুরু হয়েছে। শুক্রবার সকালে শহরের স্বাধীনতা উদ্যানে এই কাব ক্যাম্পুরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ। বাগেরহাট জেলার ৫১টি প্রাথমিক বিদ্যালয়ের ৩০১ জন শিশু শিক্ষার্থী কাব ক্যাম্পুরীতে অংশ গ্রহণ করেছে। এই শিশু শিক্ষার্থীদের ছেলেবেলা থেকে কিভাবে মানুষের সাথে মিশতে হয়, তাদের আচরণ, সময়ানুবর্তিতা, শৃঙ্খলা, পরিচ্ছন্নতা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে শিক্ষা দেবেন আয়োজকরা।
জেলা প্রশাসন আয়োজিত কাব ক্যাম্পুরীর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কবির উদ্দীন প্রমূখ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যত। এই শিশুরা বড় হয়ে দেশ গড়ার কাজে অংশ নিবে। তাই তাদের এখন থেকে শৃঙ্খলার মধ্যে দিয়ে আদর্শ মানুষ হতে হবে।

Post a Comment

Previous Post Next Post