আহলে হাদিস হলে আপনি যে সব সুবিধা পাবেন ?


আহলে হাদিস হলে আপনি যে সব সুবিধা পাবেন ?

আহলে হাদিস হলে আপনি যে সব সুবিধা পাবেন ?
আহলে হাদিস হলে আপনি যে সব সুবিধা পাবেন ?


১। আপনি মসজিদে বসেই টিভি দেখার সুবিধা পাচ্ছেন 
২। বাজার থেকে দুধ কিনতে হয়না। (কারণ: দুধতো ঘরেই আছে।) 
৩। কোরআন স্পর্শ করতে কষ্ট করে ওযু করতে হয়না 
৪। পড়াশোনা করে আলেম হতে হয়না, মোবাইলে একটা সহীহ বোখারী' App ইনস্টল করে নিলেই যথেষ্ট। এক ক্লিকেই সহীহ শায়েখ 
৫। কোরআন খতম করতে হয়না 
৬। তারাবীহ নামাজ বিশ রাকাত পড়া লাগেনা, আট রাকাত পড়লে চলে 
৭। নামাজে জুতা খোলার ঝামেলা নাই। (নাপাক লেগে থাকলেও) 
৮। বিতর নামাযে ৬৬% ছাড়! এক রাকাত পড়লেই হবে 
৯। আকর্ষণীয় অফার! মসজিদে মেয়েদের সাথে নামাজ পড়ার সুযোগ 
১০। ক্বাযা নামাজে ১০০% ছাড়! পড়ার দরকার নাই 
১১। গরু ব্যবসায়ীদের জন্য বিশেষ ছাড়!কাপড়ে প্রস্রাব লাগলে ধোওয়ার কোনো প্রয়োজন নাই 
১২। জুম'আর নামাজের আজানে ৫০% ছাড়, আজান লাগেনা একটাই যথেষ্ট 
১৩/ স্পেশাল অফার হল--বাজারী দুধ লাগবেনা--বিবির দুধ চলবে। 
১৪/ গোসলখানায় গোসলের জন্য গেলে সব কাপড় খুলে পেলতে হবে 
১৬/ নামাজ পরে দোয়া লাগেনা- 
১৭/ মানুষমারা যাবার পর কোরআন পাঠ করা লাগেনা- 
১৮/ সিরাত-শবে বরাত-কদর -মেরাজ-কিছু পালন করা লাগেনা-- 
১৯/ স্পেশালহল--কলিমার সাথে মুহাম্মদ লাগেনা।। 
২০/ বিতরেরনামাজে দোয়া কুনুত পড়া লাগেনা 
২১/ মজারবিষয় হল--কেহযদি বাজার থেকে বড় মাছ কিনে আনতে পারেন না তাহার জন্য জাহান্নাম ফ্রি
এছাড়া আরও অফার শায়েখদের ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করুন।আরো জানতে হলে সাথে থাকুন।।।


Post a Comment

Previous Post Next Post