পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় আন্তরিক হতে হবে

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ সুন্দরবনের জীববৈচিত্র রক্ষায় আন্তরিক হতে হবে আমাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীববৈচিত্র রক্ষায় সুন্দরবনের দশ কিলোমিটারের মধ্যে কোন শিল্প-কারখানা চান না। ঘূর্ণিঝড় সিডর-আইলার মতো দূর্যোগ থেকে সুন্দরবন আমাদের রক্ষা করে। অথচ সেই সুন্দরবনকে আমরা নিজেদের স্বার্থে ধ্বংস করছি। ৩১ অক্টোবর বৃহস্পতিবার সকালে মোংলার বৈদ্যমারি বাজারে চিলা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে  প্রধান অতিথির বক্তৃতায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক একথা বলেন।


বৃহস্পতিবার সকাল ১১টায় সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন চিলা ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক মিহির কুমার ভান্ডারী। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামীলীগের উর্ধ্বতন সহ-সভাপতি সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, জেলা সহ-সভাপতি সাবেক মোংলা উপজেলা চেয়ারম্যান মোঃ ইদ্রিস আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন ও চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম হাওলাদার, শফিকুল ইসলাম রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান হোসেন বিশ্বাস ও ছাত্রলীগ নেতা সজীব খান। সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্রাফিল হোসেন হাওলাদার, সুন্দরবন ইউপি চেয়ারম্যান শেখ কবির হোসেন, আওয়ামীলীগ নেতা কাজী গোলাম হোসেন বাবলু, উৎপল মন্ডল, সাখাওয়াত হোসেন মিলন, তরফদার মোত্তালিব মুক্ত, মোঃ আবু হানিফ, পৌর যুবলীগ সভাপতি শেখ কামরুজ্জামান জসিম, স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ মিজানুর রহমান তালুকদার, ছাত্রলীগ নেতা শিকদার ইয়াসিন আরাফাত, শেখ শাহরুখ বাপ্পী প্রমূখ। শুরুতেই জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। এরপর শহীদদের প্রতি দাড়িয়ে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরাবতা পালন করা হয়। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার বিশ্বাস। কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে মিহির কুমার ভান্ডারী সভাপতি নির্বাচিত হন। এছাড়া সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কাউন্সিলরদের ভোটে মোঃ নজরুল ইসলাম হাওলাদার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

1 Comments

Post a Comment

Previous Post Next Post